বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

| রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ৬:০৩ পূর্বাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এ বছর দিবসটি উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে’। খবর বাসসের।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ বছর দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার আয়োজন, স্যুভেনির প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনাসহ অন্যান্য কার্যক্রম। দিবসটি উপলক্ষে চট্টগ্রামেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দামে নতুন রেকর্ড প্রতি ভরি ১,১৫,৮২৩ টাকা
পরবর্তী নিবন্ধপাহাড়ে স্বাস্থ্যসেবা অপ্রতুল, কুসংস্কার বাড়াচ্ছে ঝুঁকি