ঈমানিয়াত ইনসানিয়াত তথা সুন্নীয়াতের সুরক্ষায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম পটিয়া থানা শাখার উদ্যোগে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পটিয়া থানা শাখার উদ্যোগে ঈমানিয়াত ইনসানিয়াত ও সালাতুসালাম মাহফিলে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় সভাপতিত্ব করেন সংগঠনের নেতা মাওলানা নজরুল ইসলাম। মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, উপস্থিত ছিলেন আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াছ শাহ, মাওলানা শরিফ, সরওয়ার, জনাব মুছা আলম, কুতুব উদ্দিন, হাফেজ ফরিদুল আলম, নাফিজ নেজাম, আবুল কালাম, আব্দুর রহিম, সরওয়ার আলম, নজরুল ইসলাম, মীর সুজন, তৌফিক আহমদ প্রমুখ সুন্নী নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।
মাহফিলে নেতৃবৃন্দ বলেন, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর মোবারক শুভাগমন মহান ঈদে আজম ই ঈদুল ফিতর ও ঈদুল আজহা ও মুমিনের জীবনের সকল ঈদ সকল প্রাপ্তি সকল সাফল্যের মূল উৎস। উক্ত মোবারকবাদ ও সালাতুসালাম মাহফিলে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সালাতু সালাম ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াছ শাহ। প্রেস বিজ্ঞপ্তি।












