খলিফাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মওলা আলী আলাইহিস সালামের শুভাগমন দিবস উপলক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল চট্টগ্রাম জেলা কার্যালয়ে শোকরিয়া ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন এমদাদুল হক সায়ীফ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দীন, সাবিনা সাদাত সাফা, নাফিস মোবাররত, লুৎফর রহমান লিটন, আজিজ মাবরুর, আবদুল আজিজ প্রমুখ। নেতৃবৃন্দ ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে ইমানিয়াত ও ইনসানিয়াত রক্ষায় সত্য ও মানবতায় বিশ্বাসী সকলকে এগিয়ে আসার আহবান জানান। সভা শেষে সালাতু সালাম ও দোয়ায় দেশ জনগণ ও বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।