বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ ও শোভাযাত্রা

| সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৮ পূর্বাহ্ণ

দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন পবিত্র ঈদে আজম উপলক্ষে রাজধানী ঢাকায় ৬ সেপ্টেম্বর সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা ইমাম হায়াত। ঈদে আজম সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তাঅধিকারস্বাধীনতামর্যাদা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ছাড়া অপশক্তির খুনজুলুমধ্বংসযজ্ঞরূদ্ধতাহিংস্রতাপাশবতাস্বৈরদস্যুতা থেকে সত্য ও মানবতার মুক্তির আর কোনো পথ নেই। প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসা ভিত্তিক ও সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি না থাকলে মানবতাবিধ্বংসী একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির ভয়ঙ্কর বিষাক্ত গ্রাসে মানবজীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা-ই-রহমানিয়া এতিমখানার সংস্কার কাজ পরিদর্শনে রিহ্যাব নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে