ইমামে আকবার হজরত ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভাগমন দিবস উপলক্ষে গত মঙ্গলবার বিশ্ব সুন্নী আন্দোলন দরবার হলে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতির বক্তব্যে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, আহলে রাসুলের বন্ধন ছাড়া প্রাণাধিক প্রিয়নবীর বন্ধন নেই– প্রাণাধিক প্রিয়নবীর বন্ধন ছাড়া আল্লাহতাআলার বন্ধন নেই, আহলে রাসুলের গোলামিয়াত ছাড়া ঈমান নেই, ইসলাম নেই – আহলে রাসুলের দুশমন মোয়াবিয়া এজিদ চক্রের দালাল মুসলিম নয়, ঈমানী জীবন মানেই আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর উদ্দেশ্যে প্রাণপ্রিয় আহলে রাসুল কেন্দ্রিক খেলাফত ভিত্তিক জীবন। যাকে ছাড়া কলেমা পড়েও ঈমান হবেনা – যাকে ছাড়া কোনো আমলই ইসলাম হবেনা–হকের মানদন্ড–ঈমানের কেন্দ্র–নুরে রেসালাত– আহলে রাসুলের শাহাদাতের আমানত – খেলাফতে ইনসানিয়াত। প্রেস বিজ্ঞপ্তি।












