বিশ্ব সুন্নী আন্দোলনের শোভাযাত্রা

ঈদে মেরাজুন্নবী (দ.) উদযাপন

| মঙ্গলবার , ২৮ জানুয়ারি, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

ঈদে মেরাজুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পুরাতন রেল স্টেশন থেকে লালদীঘি পর্যন্ত বিশ্ব সুন্নী আন্দোলনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ আল্লামা ইলিয়াছ শাহ, আল্লামা শেখ নঈম উদ্দিন ও আল্লামা মুফতি রেজাউল কাউছার। উপস্থিত ছিলেন এমদাদুল হক সায়ীফ, সাবিনা সাদাত সাফা, কামরুল আলম নকীব, নাফিস মেবাররত, লুৎফর রহমান লিটন, আজিজ মাবরুর, আবদুল বারেক, আবদুল আজিজসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলা স্থান কালের ঊর্ধ্বে মানব জ্ঞানের অতীত অচিন্তনীয় ঊর্ধ্ব জগতে তাঁর একান্ত সান্নিধ্যে দূরত্ত্বহীন নৈকট্যে উপনীত করে তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাত দান মেরাজ শরীফ। দয়াময় আল্লাহতাআলা তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাত দানের মাধ্যমে সর্বসৃষ্টির উদ্দেশ্যে তাঁর প্রথম অতুলনীয় মহাপ্রকাশের চির গৌরবময় মহাউপলক্ষ পবিত্র ঈদে মেরাজ শরীফ। সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতি অপরিহার্য মৌলিক বিষয় ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহতাআলার সাথে আমাদের মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫০ নয়, ৫৯০ কোটি টাকা!
পরবর্তী নিবন্ধটেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো : অর্থ উপদেষ্টা