বিশ্ব সুন্নী আন্দোলনের কারবালা দিবস পালন

| শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৬:৪৫ পূর্বাহ্ণ

শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসে গত ১৪ জুলাই বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তকআল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় বিশ্ব সুন্নি আন্দোলন ফ্রান্স শাখা কর্তৃক সত্য ও মানবতার মুক্তির মহান ঈমানী শহীদ দিবসকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক একাডেমিক সম্মেলন ও সালাতু সালামের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ফ্রান্স শাখার সভাপতি শাহ্‌ এনামুল হাসান মাওলা।

মামুনুর রশিদের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন গোলাম মাওলা হিমেল, প্রভাষক সাইফুল আলম সবুজ, শরিয়ত উল্লাহ মিলন, সাখাওয়াত হোসেন, রিয়াজ হোসেন, তোফায়েল আহাম্মদ পলাশ, রবিউল হোসেন রয়েল এবং আকবর হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রাশেদা আকতার শিরিন, ইঞ্জি: নিশাদ মনি, শারমিন সুলতানা, আরফা আক্তার, খুদেজা খাতুন রুপা, তানিয়া রহমানসহ আরও অনেক নেত্রীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, কলেমার জীবন কাঠামো খেলাফতের ধারা ঈমানিয়াত ও ইনসানিয়াতের মুক্ত প্রবাহ জারি রাখাই শাহাদাতে কারবালার লক্ষ্য। এছাড়া সমাবেশে বিশ্ব সুন্নি আন্দোলন ফ্রান্স শাখার শিশু কাফেলার পক্ষ থেকে মহান ঈমানী শহীদ দিবসের কবিতা ইংরেজি ও ফরাসি ভাষায় আবৃতি করেন ইনফি হাসিন সিনিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী থানা যুবসেনার তৈয়্যব শাহের (রহঃ) ওরশ ও কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি নগর যুবদলের