বিশ্ব সুন্নী আন্দোলনের ঈদে আজম সমাবেশ

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ফেনী জেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার ফেনীর মিজান ময়দানে ঈদে আজম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইমামে আহলে সুন্নাত হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। সভাপতিত্ব ও দিক নির্দেশনামূলক মূল বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতি রেজাউল কায়সারের সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, দরবারে খাজা বারাহিগুনী দরবার শরীফের চেরাগচিশতী মঞ্জিলের সাহেবজাদা খাজা মাসুদুল হক চিশতী, সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা খাজা রাশেদ, আল্লামা শেখ নঈমুদ্দীন, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ, আল্লামা এমদাদুল হক সাইফ। এছাড়া ফেনী জেলার প্রধান উপদেষ্টা আল্লামা নুরুল হক ভূঞা, জেলার সহসভাপতি আল্লামা গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক আল্লামা হাসান আবরার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহ তায়ালা সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুনজ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম।

পূর্ববর্তী নিবন্ধআবদুল্লাহ আল হারুন, এম.এ.মান্নান ও শহীদ মুরিদুল আলম স্মরণে সভা
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উদ্যোগ সারাদেশে প্রশংসনীয়