ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ঢাকা মহানগর শাখার উদ্যোগে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব সুন্নী আন্দোলন দরবার হলে আলোচনা সভা ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইমামে আহলে সুন্নাত পীরে তরিকত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
সম্মেলনে সভাপতির বক্তব্যে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, এজিদবাদি খারেজি দালালরা আল্লাহ তাআলার দুশমন খুনি বাগী জালিম মোনাফেক মোয়াবিয়ার ওরশের মাধ্যমে আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমের খুনের কুফরি উৎসব ও ইসলামের খেলাফত উৎখাতের কুফরি উৎসব করছে, যা শাণে রেসালাতের বিরুদ্ধে যুদ্ধের নামান্তর। ইসলামের বিরুদ্ধে এহেন এজিদবাদি ষড়যন্ত্রের প্রতিরোধে –সকল ঈমানদার ভাইবোনকে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের আদর্শিক কর্মসূচিতে শরিক হওয়ায় আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।