বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

| সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে গতকাল রোববার লায়ন্স জেলার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়। এ উপলক্ষে ওমর গণি এমইএস কলেজ প্রাঙ্গণ থেকে এক র‌্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। র‌্যালিটি নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের উপর লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের এটুআই প্রকল্পের জাতীয় পরামর্শক ভাস্কর ভট্টাচার্য। আলোচক হিসাবে অংশ নেন চিটাগং লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের প্রিন্সিপাল লায়ন অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন পারভীন মাহমুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ গ্রহণ করেন আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহম্মেদ সিদ্দিকী, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম, অক্টোবর সেবা মাস কর্মসূচির মেম্বার সেক্রেটারি লায়ন এস এম আবু তৈয়ব।অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, টকিং ডিভাইস সহ মোবাইল সেট, ও ব্রেইল শিক্ষা সামগ্রী বিতরণ করেন লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, অগ্রণী, গ্রীণ সিটি, ইম্পেরিয়াল সিটি, পারিজাত এলিট, সীতাকুন্ড, কর্ণফুলী এলিট, সেন্ট্রাল, প্রোগ্রেসিভ সাউথ চিটাগং। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের পক্ষ থেকে চবি সমাজতত্ত্ব বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র মো. রাকিবুল ইসলামকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

চবি কৃষ্টি : বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “আধুনিক শিক্ষার বিকাশে বিজ্ঞান ও গণিত শিক্ষার প্রয়োজনীয়তা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষ্টি কর্তৃক আয়োজিত এই মুক্ত আলোচনা সভায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা বাংলাদেশের বিজ্ঞান ও গণিত শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে যথাযথ ব্রেইল পদ্ধতির প্রচলনের দবি জানান। কৃষ্টিপ্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর অডিটেরিয়ামে এই মুক্ত আলোচনা সভার আয়োজন করে এবং কৃষ্টি কর্তৃক প্রকাশিত বিভিন্ন ব্রেইল বই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর ব্রেইল সেন্টারে প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষ্টি থেকে ব্রেইল বই গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর লাইব্রেরিয়ান অধ্যাপক ডঃ মোহাম্মদ হেলাল উদ্দিন। কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানার সভাপতিত্বে মুক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন কৃষ্টির সাধারন সম্পাদক তাসনিন সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধনির্বাচনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে