বিশ্ব সাদাছড়ি দিবস আজ

সামাজিক জীবনে দৃষ্টি প্রতিবন্ধীদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে

চবি প্রতিনিধি | রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৪:৪২ পূর্বাহ্ণ

দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন সংস্থা নানান আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার পালন করছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি। স্বাভাবিক জীবনব্যবস্থা নিশ্চিতকরণে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের শিক্ষা এবং পরবর্তী জীবনধারায় অর্থনৈতিক ও সামাজিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণে জনসচেতনতা সৃষ্টি করাই দিবসটির মূল লক্ষ্য। ১৯৬৪ সাল থেকে প্রতি বছরের ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়। অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী, অন্ধত্ব এবং স্বাধীনতার হাতিয়ারের প্রতীক, সাদা বেতের লোকদের কৃতিত্ব উদযাপনের জন্য তারিখটি আলাদা করা হয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিরাপদ চলাচলের জন্য সাদাছড়ি নিরাপত্তা দিবসের গুরুত্ব অনেক। কেননা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ এই সাদাছড়ির মাধ্যমেই নিরাপদভাবে ঘরের বাইরে চলাচলে সক্ষম হন। আর তাই সরকারের পক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে থাকে। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্তকরণ, জনসচেতনতা সৃষ্টি ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দেশের বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করা হয় দিবসটির মাধ্যমে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস সরকারিভাবে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্মাননা ও অনুদান প্রদান এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বা বেসরকারি সংস্থাসমূহরে মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।

২০২২ সালে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনুদান ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। গত বছরের ধারাবাহিকতায় এ বছরও ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের অনুদান ও সম্মাননা সনদ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে আজ দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার বিকাশে বিজ্ঞান ও গণিত এর প্রয়োজনীয়তা শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা ও ব্রেইল বই প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। কৃষ্টিপ্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্রের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সাবরিনা সুলতানা। এতে উপস্থিত থাকবেন চবি শিক্ষক ও শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধবই সাথে রাখলে এড়াতে পারব খারাপ কাজ
পরবর্তী নিবন্ধক্ষতবিক্ষত হয়েও বাঙালি কখনো অধিকারের বিষয়ে আপস করেনি