বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা গতকাল নগরীর মুরাদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ফরিদুল আলম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। তিনি বলেন, সমাজকর্ম এমন একটি বিজ্ঞান, যার নিজস্ব কিছু সুবিন্যস্ত কর্মপ্রক্রিয়া, বিশ্বাস, নীতি ও মূল্যবোধ রয়েছে। ক্লাসরুমের শিক্ষাকে ব্যবহারিকভাবে কাজে লাগানোর সুযোগ পাওয়া যায় সমাজকর্মে। ব্যক্তি, দল, সমষ্টি যেখানেই সমস্যার সূত্রপাত, সেখানেই সমস্যা সমাধানের প্রতিনিধি হিসেবে সমাজকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীর গুরুত্বের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেন, নিষ্পাপ অটিজম স্কুল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, রোটারী ইন্টারন্যাশনালের ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, প্রকল্প সমন্বয় পরিষদ-২ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম ভুট্টো প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পিএইচটিসির তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামরুল পাশা ভুঁইয়া, সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, মো. আশরাফ উদ্দিন, পারুমা বেগম ও জেসমিন আকতার। প্রেস বিজ্ঞপ্তি।