বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাকবিশিসের সেমিনার

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস২০২৩ উপলক্ষে বাংলাদেশ কলেজবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা, বিভাগ ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে গতকাল নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে এক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুল আফসারের সভাপতিত্বে ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকবিশিস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোছাইন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফেসর রনজিৎ কুমার দে। মুখ্য আলোচক ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন বাকবিশিস মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ আলম আকতার। সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যাপক অশ্রু বিজয় নন্দী, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, অধ্যক্ষ আবুল মনসুর মোহাম্মদ হাবীব, অধ্যক্ষ রফিক উদ্দীন, অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, উপাধ্যক্ষ বশির উদ্দীন কনক, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যাপক অজিত কুমার দাশ, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক দীলিপ কান্তি দাশ, অধ্যাপক মোহাম্মদ হোসেন, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক নেতা অধ্যাপক সমীর তালুকদার, অধ্যাপক বাদল দাশ।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ এর প্রতিপাদ্য ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’। এই বিষয়কে সামনে রেখে সভায় বক্তাগণ বিশ্বব্যাপী শিক্ষা ও শিক্ষকদের যে সংকট চলছে তার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূরীকরণে অনতিবিলম্বে বেসরকারি শিক্ষা জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। শিক্ষায় বাজেট বৃদ্ধি করে শিক্ষকদের জীবনমান উন্নয়ন ব্যতীত গুণগত শিক্ষা প্রদান ও স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ আমিনুর রশীদ কাদেরীর ফুলের কথা’র প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধডবলমুরিং শাখার ঈদে আজম শোভাযাত্রা