বিশ্ব শিক্ষক দিবস আজ। ১৯৬৬ সালের ৫ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর উদ্যোগে আন্ত:সরকার সম্মেলনে শিক্ষকদের অধিকার, মর্যাদা ও করণীয় বিষয়ে ১৪৫টি সুপারিশমালা গৃহীত হয়। পরে জাতিসংঘের আরেকটি বিশেষায়িত সংস্থা আইএলও কর্তৃক সুপারিশগুলো অনুমোদিত হওয়ার পর এই সুপারিশমালা ‘শিক্ষকদের মর্যাদা সনদ’ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হয়। ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনে তৎকালীন ইউনেস্কোর মহাপরিচালক ফেডেরিকো মেয়র ঐ সুপারিশগুলি স্মরণীয় করে রাখার জন্য ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের প্রস্তাব করেন। ঐ অধিবেশনে এ প্রস্তাব অনুমোদিত হয়। ১৯৯৭ সালের ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর প্যারিসে ইউনেস্কোর এক বিশেষ অধিবেশনে উচ্চস্তরে শিক্ষাদানকারী শিক্ষকদের জন্যও সুপারিশ প্রণীত হওয়ার পর ১৯৬৬ ও ১৯৯৭ সালের সুপারিশমালা যুগ্মভাবে শিক্ষকদের মর্যাদা সনদ হিসেবে বিবেচিত এবং বিশ্বব্যাপী ঐ সনদের স্মারক দিবস হিসেবে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। প্রতি বছরের ন্যায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে। প্রতি বছরের ন্যায় এবছরও ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য ঘোষণা করেছে। এবছরের মূল প্রতিপাদ্য হলো ‘শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের দ্বারা’। চট্টগ্রামেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করবে বিভিন্ন শিক্ষক সংগঠন।
বাকশিস : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় মহিলা কলেজ, চট্টগ্রাম থেকে র্যালি এবং র্যালি শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। বিশেষ অতিথি থাকবেন কবি অধ্যাপক ফাউজুল কবির ও প্রধান বক্তা থাকবেন বাকশিস-এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী।