বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:১৮ পূর্বাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সমমনা শিক্ষক সিমিতি চট্টগ্রামের আলোচনা সভা গত শুক্রবার সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সশিসের চেয়ারম্যান অধ্যাপক গোলাম মোস্তফা তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সশিসের কো-চেয়ারম্যান অধ্যাপক আবুল মাসুদ চৌধুরী।
করোনাকালীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ যে সকল শিল্পী, সাহিত্য্যিক ও বুদ্ধিজীবী মৃত্যুবরণ করেছেন তাঁদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সশিসের সদস্য মিজানুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন, অধ্যাপক মীর মোহাম্মদ নূর উদ্দিন, অধ্যাপক জি এম আসাদুল্লাহ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক গাজী আকবর হোসেন, শিক্ষক মঞ্জুরুল ইসলাম, গোলাম ফারুক, জহিরুল ইসলাম, মোরশেদুল আলম।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক মহামারির করোনা সংকটে শিক্ষক সমাজ প্রযুক্তিজ্ঞান ব্যবহার করে অনলাইন পাঠদানের মাধ্যমে শিক্ষাব্যবস্থা সচল রেখেছেন এবং নতুন ধারার বৈশ্বিক শিক্ষা প্রবণতার সাথে শিক্ষার্থীদের সমপৃক্ত করেছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রদ্ধা ও ভালোবাসায় আতাউর রহমান কায়সারকে স্মরণ
পরবর্তী নিবন্ধজনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে