প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক রাজনীতির রোষাণলে পরে সপরিবারে নিহত হয়েছিলেন। মার্কিনীরা এ দেশের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। পরবর্তীতে বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধুর অবাধ বিচরণ ও নেতৃত্বে ভীত হয়ে তারা ষড়যন্তে লিপ্ত হয়েছিল। বর্তমানেও তারা বাংলাদেশের অগ্রযাত্রায়, উন্নয়নে ঈর্ষিত। তারা একটি স্বাধীন, সার্বভৌম দেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে পারে না। তিনি গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে জাতীয় শোক দিবস ও প্রতিরোধ যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ড. অনুপম সেন আরো বলেন,আজকের তরুণেরা যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন, তাদেরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের দায়িত্ব নিতে হবে। বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু এমপি, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুণ লুবনা, রোকসানা পারভীন রুবা, আনোয়ারুল আজিম, শামসুদ্দিন আহমদ, আ ক ম শামসুজ্জামান, আহমদ হোসেন, এস এম সেলিম, জামশেদুল আলম চৌধূরী, দীপঙ্কর চৌধুরী কাজল, সাখাওয়াত হোসেন জন চৌধুরী, আশিকুন্নী চৌধুরী, কাজী রাজেশ ইমরান, ইরফান কাদেরী, রাকিবুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











