নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়।
সন্ধানী চমেক : সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট গতকাল সোমবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদানে গণসচেতনতামূলক উন্মুক্ত রক্তদান, উদ্বুদ্ধকরণ প্রোগ্রামের আয়োজন করে। শহরের বিভিন্নস্থানে পথচারীদের উদ্বুদ্ধ এবং কয়েক ইউনিট রক্ত সংগ্রহও করা হয়েছে। অংশগ্রহণে ছিল আরাফাত, ইভা, কেয়া, শাখাওয়াত, সিফাত, সাকিব, ইয়াসিন। এছাড়া পোস্টার তৈরি এবং প্রথম রক্তদানের অভিজ্ঞতা বিষয়ক গল্প লেখা দুইটি অনলাইন ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এছাড়া এদিন থেকে রক্তদাতাদের পরবর্তীতে রক্তদানে আরো উৎসাহিত করার জন্য অভিবাদন পত্রদানের কর্মসূচি শুরু করা হয়েছে।
রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম : স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে গতকাল সোমবার রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- স্বেচ্ছায় সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দরিদ্রদের মাঝে আহার বিতরণ ও আলোচনা সভা। জেলা রেড ক্রিসেন্টের মাঠ প্রাঙ্গণে যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, বিশেষ অতিথি ছিলেন, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার। অতিথি ছিলেন মো. আনোয়ার আজম। ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানের সঞ্চালনায় ডা. মিনহাজ উদ্দিন তাহেরের স্বাগত বক্তব্যে আরো উপস্থিত ছিলেন আব্দুর রশিদ খান, মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, আশরাফুদ্দৌলা সুজন, জসিম উদ্দিন। রক্তদাতা দিবস উপলক্ষ্যে থ্যালসেমিয়া রোগীদের সাহায্যের জন্য সহযোগী কার্ড প্রদান করা হয়।