সিবিবি ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ‘রক্ত দিন জীবন বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান’–প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলার আওতাধীন সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও নগরীর দুই নাম্বার গেইট বিপ্লব উদ্যানে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম। উপস্থিত ছিলেন মো. আশরাফ হোসেন, ইমাম হোসেন, রাহাত, সাদ্দাম, সোহেল, জাবের, আশিক, সারমিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, আমাদের দেশে রক্তের প্রয়োজনীয়তা ব্যাপক তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে। এছাড়া বক্তারা বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন রোধে এই বর্ষায় সকলকে অন্তত একটি হলেও গাছ লাগানোর আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












