বিশ্ব মুসলমানদের জন্য কারবালা বড় ঈমানী শিক্ষা

চন্দনাইশে ইমাম হোসাইন (রা.) কনফারেন্সে বক্তারা

| সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তফা (দ.) সৃষ্টির শুরু থেকেই উভয় জগতে আল্লাহ তায়ালা তাঁর সব রহমত দয়াল নবীর অসিলায় প্রবাহিত করছেন। কারবালা মুসলমানদের জন্য একটি বড় ইতিহাস ৬১ হিজরী সনে কারবালার প্রান্তরে ইসলামের জন্য ইমাম হোসাইন (রা.) সহ ৭২ জনের শাহাদাত বিশ্ব মুসলমানদের জন্য এক বড় ঈমানী শিক্ষা।

গত বৃহস্পতিবার চন্দনাইশ পৌরসভা নয়াহাট ছরকারে মদিনা (দ.) বি.এম. রহমানির হেফজ ও এতিমখানা কমপ্লেক্স মাঠে আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও গাউসিয়া কমিটির সহযোগিতায় ১৯তম ঈদে মিলাদুন্নবী (দ.) ও হযরত ইমাম হোসাইন (রা.) কনফারেন্সে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সূফিয়ান খান আবেদী আল কাদেরী উপরোক্ত কথা বলেন।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত চন্দনাইশ পৌরসভার সিনিয়র সহ-সভাপতি আহমদুর রহমান সওদাগরের সভাপতিত্বে দিদারুল আলম ও তৌহিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, মাওলানা সোলাইমান ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী।

উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রহমান আল কাদেরী, হেলাল উদ্দিন আল কাদেরী, সৈয়দুল হক, মাওলানা আবদুর রহমান আল কাদেরী, সাকিব রেজা কাদেরী, মাহমুদুর রহমান কাদেরী, হাফেজ আহমদ, আবদুল কাদের সিরাজী, গাজী মুহাম্মদ সালাউদ্দিন, আবদুস সবুর, জাফর আহমদ কোম্পানি, কাউন্সিলর মোরশেদুল আলম, এম.এ. আউয়াল, আবদুর রহিম সওদাগর, মোহাম্মদ আলী, হাফেজ ইদ্রিস, জাকের সওদাগর, মোজাফফর আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৯৯৯ এ কল পেয়ে কিশোরীর বিয়ে বন্ধ করল পুলিশ
পরবর্তী নিবন্ধনাজিরহাট কলেজে আলোচনা সভা