বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ। নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বরং সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে গাড়িমুক্ত দিবসের সূচনা হয়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আজ বাংলাদেশে পালিত হবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। ২০১৬ সাল থেকে বাংলাদেশে সরকারি উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। খবর বাসসের।

সমাজ, স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করি’ এই স্লোগানকে সামনে রেখে ৬২টি সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে এ বছর দিবসটি উদযাপন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআলমাস সিনেমা হলের স্থানে হচ্ছে ১০ তলা ইনডোর স্টেডিয়াম
পরবর্তী নিবন্ধজাল নোটসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার