দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশের (সিটিবি) উদ্যোগে বিশ্ব বাবা দিবস উপলক্ষে গর্বিত পিতাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাল রবিবার বিকাল ৪টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী।
প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য। মহান অতিথি থাকবেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত, জনতা ব্যাংকের ডিজিএম শম্ভু দাশ, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, হৃদয়ে–৯০ নির্বাহী কমিটির সভাপতি কাজী মোহাম্মদ গোফরান চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন ট্রাস্টের উপদেষ্টা শহীদুল ইসলাম সালাম, অ্যাড. মুসলিমা ইসলাম খান, মমতাজ বেগম, সিটিবি’র সাবেক চেয়ারম্যান নারায়ন চন্দ্র মজুমদার। প্রধান বক্তা থাকবেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক ও মহাসচিব মাভৈঃ তারানাথ চক্রবর্তী এবং বিশ্ব বাবা দিবস উদ্যাপন পরিষদের আহবায়ক প্রবাল দে ও সদস্য সচিব রাজীব দে (শম্ভু) অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












