পোশাক শিল্পের সংক্ষমতা বাড়ানোর জন দ্রুত সেবা ও কাস্টমসের কার্যক্রম আরো সহজীকরণের আহ্বান জানিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমএই সভাপতি ফারুক হাসান।
গতকাল সোমবার চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে কাস্টমস কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশকে অবশ্যই লিড টাইম কমাতে হবে। চ্যালেঞ্জিং সময়ে শিল্পের চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পোশাক শিল্পে সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, পরিচালক এএম শফিউল করিম খোকন, পরিচালক এম এহসানুল হক, সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশ এবং হেলাল উদ্দিন চৌধুরী, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ক্যাশ ইনসেনটিভের চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম।
সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. জাকির হোসেন, যুগ্ম কমিশনার তফসীর উদ্দিন ভূঁইয়া, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু ও বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার।
বিজিএমইএ প্রতিনিধি দল কাস্টমস কমিশনারকে কাস্টমস সংক্রান্ত সেবাগুলো নিয়ে পোশাক রপ্তানিকারকদের বিভিন্ন সমস্যার কথা অবহিত করেন।
কাস্টমস কমিশনার বাংলাদেশের আর্থ–সামাজিক উন্নয়নে পোশাক শিল্পের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন। এছাড়া কাস্টমস বিষয়ক সমস্যাগুলোর সমাধান এবং পোশাক রপ্তানিকারকদের জন্য কাস্টমস পরিষেবা বাড়ানোর বিষয়ে আশ্বাস দেন।