আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বিশ্বে প্রতিবছর ৮ সেপ্টেম্বর একযোগে পালিত হয়ে আসছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘অস্টিওআর্থ্র্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’।
বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় বন্দর নগরী চট্টগ্রামেও আজ পালিত হতে যাচ্ছে দিবসটি। এই দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এই র্যালি বের করা হবে। এছাড়াও বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডা. মো. কামরুজ্জামান পিটি বলেন, ‘সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।