খ্রি.পূ. ৪৪ রোমের রাষ্ট্রনায়ক ও সমরনায়ক জুলিয়াস সিজার নিহত হন।
১৪৯৩ আমেরিকায় প্রথম সফর শেষে কলম্বাস স্পেনে প্রত্যাবর্তন করেন।
১৫২৬ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মুজাফফর শাহের মৃত্যু।
১৬৭৩ ইতালীয় চিত্রশিল্পী সাল্ভাতোর বোসা-র মৃত্যু।
১৭৯০ ইতালীর সংগীতস্রষ্টা নিকোলা ভাক্কাই-এর জন্ম।
১৮৩০ সাহিত্যে নোবেলজয়ী (১৯১০) জার্মান কথাশিল্পী পাউল হেইজের জন্ম।
১৮৪২ ইতালিয় সংগীতস্রষ্টা লুইজি কেরুবিনির মৃত্যু।
১৮৪৮ মার্কিন চিত্রশিল্পী টোবি রোজেনথাল-এর জন্ম।
১৮৫২ অ্যাবি থিয়েটারের প্রতিষ্ঠাতা ও নাট্যকার লেডি ইসাবেলা গ্রেগরির জন্ম।
১৮৫৪ নোবেলজয়ী (১৯০১) জার্মান জীবাণুতত্ত্ববিদ এমিল ফন বেরিং-এর জন্ম।
১৮৫৬ কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৮৬২ ফরাসি চিত্রশিল্পী আঁরি শেফা-র মৃত্যু।
১৮৭৬ সিডনিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ১১ জন করে খেলোয়াড় নিয়ে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা হয়।
১৮৯৪ গণিতজ্ঞ, শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ দেবপ্রসাদ ঘোষ-এর জন্ম।
১৮৯৫ সাহিত্যিক আকবরউদ্দীনের জন্ম।
১৮৯৭ ইংরেজ গণিতজ্ঞ জেমস যোসেফ সিলভেস্টার-এর মৃত্যু।
১৮৯৮ লোহা ও ইস্পাত শিল্পের চুল্লি উদ্ভাবক স্যার হেনরি বেসিমার-এর মৃত্যু।
১৯০৪ খ্যাতনামা কবি ও সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের জন্ম।
১৯১৭ পেত্রোগ্রাদে রুশ বাহিনী বিদ্রোহ করলে জার ক্ষমতা ত্যাগে বাধ্য হন।
১৯৩৯ সাহিত্যিক সম্পাদক জলধর সেন-এর মৃত্যু।
১৯৩৯ ফ্যাসিস্ট জার্মান কর্তৃক চেকে োভাকিয়া দখল।
১৯৫২ ইংরেজ রসায়নবিদ নেভিল ভিনসেন্ট সিডউইক-এর মৃত্যু।
১৯৬২ নোবেলজয়ী (১৯২৭) মার্কিন পদার্থবিদ আর্থার হলি কম্পটন-এর মৃত্যু।
১৯৮৩ ইংরেজ লেখক রেকা ওয়েস্ট-এর মৃত্যু।
১৯৮৫ সোভিয়েত রাষ্ট্রপতি চেরনেনকোর মৃত্যু হলে মিখাইল গরবাচেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির প্রধান হন।