বিশ্ব পর্যটন নেটওয়ার্ক বাংলাদেশ চ্যাপ্টার গতকাল ডেইজ হোটেল ঢাকায় সকাল ১০টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করেছে। ডব্লিউটিএন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এইচ. এম. হাকিম আলী এতে প্রধান অতিথির বক্তৃতা দেন। তিনি দিনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। হাকিম আলী এ বছরের প্রতিপাদ্য “TOURISM AND SUSTAINABLE TEANSFORTION” (পর্যটন ও টেকসই রূপান্তর) নিয়ে গুরুত্ব আরোপ করেন এবং ভ্রমণকারী ও পর্যটনপ্রেমীদের বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য আবিষ্কারে উৎসাহিত করেন। তিনি কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, সুন্দরবন, শ্রীমঙ্গল, কুয়াকাটা, পাহাড়পুর, মহাস্থানগড়, সেন্ট মার্টিন দ্বীপ এবং জাফলং–এর মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তৃতা, আলোচনা ও ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। এরপর ডব্লিউটিএন বাংলাদেশ চ্যাপ্টারের ব্যানারে একটি র্যালি বের করা হয়, যা ঢাকাজুড়ে পর্যটন সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। এই আয়োজন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং টেকসই উন্নয়নে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে এবং দেশি–বিদেশি ভ্রমণকারীদের দেশের নানাবিধ আকর্ষণীয় স্থানে ভ্রমণে উৎসাহিত করে। প্রেস বিজ্ঞপ্তি।