মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির বিরাজমান। জ্বালানি তেল থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সকল পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আবার বাংলাদেশ সীমান্তে মায়ানমারের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে সেদেশের সেনা সরকারের সংঘর্ষ চলমান। এমন পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিএনপি-জামায়াত সেই পরিস্থিতিকে ইস্যু বানিয়ে দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য শুরু করেছে। দেশে সরকার বিরোধী নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মানুষের মধ্যে বিভেদ বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশ্ব পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াতের যে অপকর্ম করছে তা রুখতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদা প্রস্তুত। তারা জনগণকে ভুল বুঝিয়ে ধোকা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তাদের সেই অপরাজনীতির দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। গতকাল সোমবার বিকালে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নিউমার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেতা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র একথা বলেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফর আলী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আলকরণ ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ ইমতু, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মিরন হোসেন মিলন, নুরুল আলম লেদু, হারুণুর রশিদ, শাহ আলম ভুঁইয়া, নাসির উদ্দিন পলাশ, ইয়ার উদ্দিন, মনির হোসেন, মো. সুমন, মো. শহীদ, মো. খোরশেদ প্রমুখ বক্তব্য রাখেন।