বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্ত্তী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার প্রমুখ। পরে উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ফুড সায়েন্সের গ্র্যাজুয়েটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার