বিশ্ব পরিবেশ দিবস আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় চট্টগ্রামসহ সারা দেশে পালিত হবে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে– ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

জানা গেছে, জাতিসংঘের সাধারণ সভার আওতায় ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই কনফারেন্সের সিদ্ধান্তুনুসারে ১৯৭৩ সালের ৫ জুন থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস।

দিবসটি উপলক্ষে আজ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় সভায় বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম প্রধান অতিথি এবং সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশ সুপার এ এম শফিউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধবেনজীর জিজ্ঞাসাবাদে না এলে কী হবে, জানালেন দুদক কমিশনার
পরবর্তী নিবন্ধগ্রাহকদের অভিযোগ পাঠানো হলো দুদক প্রধান কার্যালয়ে