সীতাকুণ্ডের বার আউলিয়া বাজারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গতকাল জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের এক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক তপন দত্তের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কাজি আলতাফ হোসেন, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য এবং জাতীয় শ্রমিক লীগ সীতাকুন্ড আঞ্চলিক কমিটির সভাপতি মাহাবুবুল আলম, জাহাজভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য মছিউদ্দোউলা, জাহাজভাঙ্গা শ্রমিক সেফটি কমিটির আহ্বায়ক জহির উদ্দিন মাহমুদ, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ আলী, কে এম শহিদুল্লাহ, মোঃ ইদ্রিছ, মোঃ মানিক মণ্ডল, মোঃ হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহাজভাঙা শিল্পের ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। ব্যবহৃত ক্ষতিকর পদার্থ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া, এই শিল্পে কর্মরত শ্রমিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। মানববন্ধন শেষে ঢাকা–চট্টগ্রাম হাইওয়েতে বিভিন্ন দাবি সম্বলিত এক র্যালি অনুষ্ঠিত হয়।