বিশ্ব দুগ্ধ দিবসে আজ চট্টগ্রামে সভা, র‌্যালি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জুন, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

 

 

আজ বুধবার বিশ্ব দুগ্ধ দিবস। এ উপলক্ষে সকাল ১০ টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় জেলা প্রাণী সম্পদ দপ্তর, চট্টগ্রাম বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. একেএম হুমায়ুন কবির ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন। উল্লেখ্য, ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ঐ বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্ত করাকে উৎসাহিত করতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপন হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআট দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ এনজিও কর্মকর্তার
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি হতে হবে