বিশ্ব ডাউন সিনড্রোম দিবসের সভা

| মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৯:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে ১৭৩ তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে এক আলেচনা সভা গতকাল ২১ সোমবার নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল একীভূত সমাজ ব্যবস্থা, অংশগ্রহণে বাড়ায় আস্থা’। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন ডাউন সিনড্রোম সোসাইটি চট্টগ্রাম চ্যাপ্টারের সমন্বয়কারী তাসনিম আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, ডা. আবদুর রব, ডা. মো. শাখাওয়াত উল্ল্যাহ, ডা. রোজিনা ইসলাম, ডা. গিয়াস উদ্দিন, ডা. সুমন বড়ুয়া ও ডা. গোলাম মোস্তফা জামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মাহমুদা আক্তার। সভায় উপস্থিত ছিলেন চিকিৎসক-নার্স-কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, যে নারী যত অধিক বয়সে মা হবেন, তাঁর ডাউন শিশু হওয়ার আশঙ্কাও তত বেশি বাড়ে। পরিবেশ দূষণ, গর্ভবতী মায়ের খাদ্যে ভেজাল ও কোনো মায়ের আগে একটি ডাউন শিশু থাকলে পরেও ডাউন শিশু হওয়ার ঝুঁকি বাড়ে। প্রসাধনী গ্রহণ ও তেজস্ক্রিয়তা ইত্যাদি কারণেও ডাউন শিশু জন্ম হতে পারে। অনেক সময় মা-বাবা ত্রুটিযুক্ত ক্রোমোজোমের বাহক হলে ডাউন শিশু জন্মাতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৫ কোটি টাকা পেল সৌদি প্রবাসীদের পরিবার
পরবর্তী নিবন্ধআগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে