ইউনিলিভারের টয়লেট ক্লিনিং ব্র্যান্ড ডমেক্স গত বৃহস্পতিবার বিশ্ব টয়লেট দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে ওয়াটারএইড, ব্র্যাক, ২০৩০ডব্লিউআরজি, ভূমিজ ও ইউনিলিভারের সহযোগিতায় ‘নিরাপদ স্যানিটেশনের জন্য আমাদের লড়াই চলছে’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করে ডমেঙ। এতে বিশেষজ্ঞরা এসডিজি ৬ অর্জনে উন্নত স্যানিটেশনের গুরুত্ব, উন্নয়ন সংস্থার ভূমিকা সম্পর্কে অভিমত ব্যক্ত করেন। ওয়েবিনারে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ শেখ, ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. মো. লিয়াকত আলী, ভূমিজের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার ফারহানা রশীদ, ২০৩০ডব্লিউআরজির রিজিওনাল কো-অর্ডিনেটর সায়েফ তানজীম কাইয়ুম ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর (হোম কেয়ার) তানজীন ফেরদৌস আলম। ওয়েবিনারে পার্থ হেফাজ শেখ বলেন, ‘কমিউনিটির ভালো থাকার জন্য স্যানিটেশন অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশজুড়ে টয়লেট ও স্যানিটেশন অবস্থার উন্নতি করতে ওয়াটারএইড বদ্ধপরিকর। তবে গ্রামীণ ও শহুরে পরিবারগুলোর জন্য যথাযথ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে টেকসই ওয়াশ সার্ভিসের জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। একই সঙ্গে এসডিজি ৬ অর্জন করতে আচরণগত পরিবর্তনও একটি প্রাথমিক ও মূল বিষয়।’ প্রেস বিজ্ঞপ্তি।