ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফেভারিট বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তারা টুর্নামেন্টের শুরুটা করেছে জার্মানিকে হারিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে এসেই রোমাঞ্চকর এক লড়াইয়ে হাঙ্গেরির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স। গতকাল ইউরোপীয়ান কাপের খেলায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হাঙ্গেরি গোল করে এগিয়ে যায়। নির্ধারিত ৪৫ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের দুই মিনিটের মাথায় আত্তিয়া ফিওলার গোলে লিড নেয় হাঙ্গেরি। এরপর দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা পায়নি ফ্রান্স। তাতেই হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে সমতায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। এবারের ইউরোর গ্রুপ এফ-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে জায়গা মিলেছে হাঙ্গেরির। ইউরোর তিন হট ফেভারিট দল একই গ্রুপে। যেখান থেকে সরাসরি মাত্র দুটি দল জায়গা পাবে নকাউট পর্বের। আর সম্ভাবনা থাকবে তৃতীয় দলেরও পরের রাউন্ডে যাওয়ার। তবে সেজন্য তাকিয়ে থাকতে হবে অন্যান্য গ্রুপগুলোর দিকেও।