বিশ্ব চিন্তা দিবস পালন

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে ‘বিশ্ব চিন্তা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। গার্ল স্কাউট সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়াল এবং লেডী ব্যাডেন পাওয়ালের জন্মদিনে (২২ ফেব্রুয়ারি) প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘বিশ্ব শান্তির জন্য সম্মিলিত প্রয়াস’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক গাইড কমিশনার নিরুপা দেওয়ান। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সদরের স্থানীয় গাইড কমিশনার প্রফেসর রীতা দত্ত। অনুষ্ঠানে জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম প্রেরিত চিন্তা দিবসের বাণী পাঠ করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন প্রবর্তক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুমা মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্চলিক সচিব মুশফেকা আক্তার চৌধুরী এবং আঞ্চলিক ট্রেজারার নাজনিন হক চৌধুরী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি গাইডস রেঞ্জার, গাইড কমিশনার এবং গাইড শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র ট্রেনার ইসরাত জাহান, সার্বিক দায়িত্বে ছিলেন শায়লা সাবরিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব পারিজাত এলিট ও খান ফাউন্ডেশন চুনতিতে চক্ষু ক্যাম্প