বিশ্বের সকল চট্টগ্রাম এসোসিয়েশন ও সমিতিগুলির যৌথ ভার্চুয়াল সভা গত রোববার অনুষ্ঠিত হয়। সভায় একটি বিশ্ব চট্টগ্রাম উৎসব করার উদ্দেশে আন্তর্জাতিক চট্টগ্রাম সমন্বয় কমিটি গঠন করা হয়। এটিতে অন্তর্ভুক্ত থাকছে দেশে দেশে সংগঠিত বৃহত্তর চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী এসোসিয়েশন ও সমিতিগুলি। ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, মুহাম্মদ হাবিব, এম বিল্লাহ, মো. গিয়াস উদ্দিন খান, আব্দুল মাবুদ, সাইয়েদ মনজুরুল ইসলাম, ইয়াসিন চৌধুরী সিআইপি, শিবু চৌধুরী, শওকত মাহমুদ, সরোয়ার জামান, আমলগীর হাকিম, মুস্তাফা কামাল, এম ইউসুফ মুহাম্মদ, কফিল উদ্দিন পারভেজ, সব্যসাচী চক্রবর্তী, সাইফুর রহমান, মোহাম্মদ কামালুদ্দিন, ইফতেখার উদ্দিন ইফতু, মোহাম্মদ ইসহাক চৌধুরী, মোহাম্মদ কায়সার, শফিকুল ইসলাম তালুকদার বাবু, মুস্তাফা কামাল, আশরাফুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম তালুকদার, জাফর আহমেদ, হোসাইন চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার মনোয়ার হোসেনকে চেয়ারম্যান, নাসির উদ দুজাকে কনভেনর, মো. গিয়াস উদ্দিনকে চিফ কোঅর্ডিনেটর ও আমলগীর হাকিমকে মেম্বার সেক্রেটারি নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।