বিশ্ব গণমাধ্যম দিবসের সভা ও র‌্যালি

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ‘তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী একযোগে পালিত হয়েছে বিশ্ব গণমাধ্যম দিবস। এরই অংশ হিসাবে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শুরুতে এক র‌্যালি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে ডা.খাস্তগীর স্কুলের সামনে দিয়ে আবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন উপ প্রধান তথ্য কর্মকর্তা (পরিচালক) মো. সাঈদ হাসান। বিশেষ অতিথি ছিলেন অধিকার চট্টগ্রামের ফোকাল পার্সন ওসমান মো. জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ম্যানেজার (প্রোগ্রাম) সোহাইলউদদৌজা।

অতিথি ছিলেন কমল চক্রবর্তী, আলী আশরাফ আজগরী। অনুষ্ঠান পরিচালনা করেন রিদুয়ানুল হাকীম রিয়াদ। বক্তব্য রাখেন রিদুয়ানুল হাকিম রিয়াদ, ওসমান জাহাংগীর, কমল চক্রবর্তী নিধী চাকমা।শেষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ব গণমাধ্যম দিবসের উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করা হয়। বক্তারা সুশৃঙ্খল দেশ গঠনে মুক্ত ও স্বাধীন গণ মাধ্যমের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধসাইদ শ’