বিশ্ব গণতন্ত্র দিবস আজ

নগরে মঙ্গলবার শোভাযাত্রা করবে বিএনপি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

বিশ্ব গণতন্ত্র দিবস আজ। চট্টগ্রামসহ সারা দেশে পালিত হবে দিবসটি। জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে ২০০৭ সাল থেকে বিশ্বে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সুশাসন ও নাগরিক অংশগ্রহণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা’।

এদিকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ নগরে বিএনপির শোভাযাত্রা করার কর্মসূচি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা পেছানো হয়েছে। গতকাল রাতে বিএনপি সূত্রে বলা হয়, এ শোভাযাত্রা আগামী ১৭ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিভাগীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিষয়টি আজাদীকে নিশ্চিত করে শোভাযাত্রা আয়োজনের সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রাম বিভাগের আওতাধীন বিএনপির প্রতিটি সাংগঠনিক ইউনিট নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নিবেন। আশা করছি বিশাল জমায়েত হবে।

জানা গেছে, দুপুর ২টায় ওয়াসা মোড় জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে। এরপর আলমাস, কাজীর দেউড়ি, লাভ লেইন, এনায়েত বাজার, নিউমার্কেট হয়ে লালদিঘিতে এসে শোভাযাত্রা শেষ হবে।

কেন্দ্র ঘোষিত এ শোভাযাত্রা কর্মসূচি সফল করতে বিভাগীয় বিএনপির পাশাপাশি নগর বিএনপিও নানা প্রস্তুতি নিয়েছে। নগরের প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা স্বতঃস্পূর্তভাবে শোভাযাত্রায় অংশ নিবেন বলে আজাদীকে জানান নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধ৩ নং সতর্কতা সংকেত, বৃষ্টি হতে পারে আজও
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আল্লামা সাবির শাহ্‌ (মাজিআ)