বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের জীবনমান উন্নয়ন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করা ভবঘুরে উন্নয়ন সংস্থার উদ্যোগে নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাহারে-অধার্হারে রোগাক্রান্ত ভবঘুরেদের মাঝে খাবার এবারের প্রতিপাদ্য ছিল- ‘কেউ থাকবেনা অনাহারে, হোকনা সে অবহেলিত ভবঘুরে’। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. আলমগীর বাদশাহ্, লায়ন মো. ইব্রাহীম, হাজী মো. ইয়াকুব মিয়া, মো. মামুন, বদরুল ইসলাম আরমান, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদা খানম নওরিন, দিলশাদ আলমগীর প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মানসিক ভারসাম্যহীন ভবঘুরেরা যত্ন পেলে সুন্দর জীবন গড়বে। বক্তারা আরও বলেন, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাদ্য অপচয় রোধ করতে হবে। খাদ্য সংকটে থাকা মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।