বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গত ১৯ অক্টোবর ফ্রোবেল প্লে স্কুলের পক্ষ থেকে বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সেলিম উল্লাহ বাচ্চু, বাংলাদেশ মহিলা সমিতির ভাইস প্রেসিডেন্ট বেগম রোকেয়া জামান, সেক্রেটারি আবিদা মোস্তফা, সদস্য রেহানা খান ও রওশন জাহার রেজা সহ ফ্রোবেল প্লে স্কুলের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।