বিশ্ব কলোনি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহের বিশ্ব কলোনি এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মিশু নামের ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বামী রাশেদ। তবে মিশুর পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড।

গত রোববার বিকালে ওই এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, স্ত্রীর লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান রাশেদ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে স্পষ্ট হবে। তিনি বলেন, মিশুর বাড়ি আনোয়ারায়। প্রেম করে রাশেদকে বিয়ে করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমোমবাতির গণজোয়ার কেউ রুখতে পারবে না
পরবর্তী নিবন্ধপঙ্কজ ভট্টাচার্যের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা