বিশ্ব এইডস দিবসে আর্কের সভা

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ‘আর্ক’ এর চিকিৎসাপ্রাপ্ত রিকভারিং এডিক্ট এবং চিকিৎসাধীন মাদকাসক্তদের জন্য সচেতনতার অংশ হিসেবে এক আলোচনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রোগ্রামার সামসুল মাসুমের সঞ্চালনায় আলোচনা সভায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও আশার আলোর বিভাগীয় সমন্বয়ক হাফিজ আহমেদ, আর্কের কাউন্সিলর সুরাইয়া মুকিত, আর্ক ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট কোর্ডিনেটর রকীবুল আজম, পুনর্বাসন কেন্দ্রের সিনিয়র প্রোগ্রামার দিদারুল আলম। এতে হাফিজ বলেন, এইচআইভি আক্রান্তরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তিনি একজন এইডস রোগীর দুর্দশাসমূহ তুলে ধরে কিভাবে এটি থেকে পরিত্রাণ পাওয়া যাবে সে ব্যাপারে ফোকাস করেন। অন্যরা প্রতিকারের চাইতে প্রতিরোধের উপর গুরুত্বারোপ করেন। মাদকসেবীদের সংক্রমণের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় এইচআইভি আক্রান্ত একজন ভুক্তভোগীও তার জীবন থেকে কিছু বিষয় শেয়ার করেন এবং সবাইকে অনুরোধ করেছেন সতর্ক হওয়ার জন্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান
পরবর্তী নিবন্ধবাদীকে জেরা করল ৪ জঙ্গি