বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উদ্যোগে কোটা আন্দোলনে ছাত্রদের উপর হামলার বিচার ও শাস্তি চেয়ে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে নেতৃত্ব দেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার। ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তারা কোটা আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের গুলি এবং ব্যাপক হত্যাকাণ্ডের বিচারের শাস্তি দাবি করেন। ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র ব্যতীত জীবন ও মানবতা রূদ্ধ ও ধ্বংস হতে থাকবে ও মানবতার বিরুদ্ধে অপশক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার হতে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।