Home আজকের পত্রিকা সারাবিশ্ব বিশ্ব আদালতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অধিকাংশ অভিযোগ খারিজ

বিশ্ব আদালতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অধিকাংশ অভিযোগ খারিজ

0
বিশ্ব আদালতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অধিকাংশ অভিযোগ খারিজ

মালয়েশিয়ার একটি উড়োজাহাজ গুলি করে বিধ্বস্ত করার জন্য মস্কোকে দায়ী করে কিয়েভের আনা অভিযোগগুলো বাতিল করে দিয়েছে আদালত। রাশিয়ার বিরুদ্ধে করা ইউক্রেনের বেশ কিছু অভিযোগ খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। বুধবার জাতিসংঘের শীর্ষ আদালতের বিচারকরা প্রমাণ পান, রাশিয়া জাতিসংঘের সন্ত্রাসবিরোধী চুক্তির কিছু অংশ লঙ্ঘন করেছে, কিন্তু ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলের আকাশে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ গুলি করে ভূপাতিত করার জন্য মস্কোকে দায়ী করে কিয়েভের আনা অভিযোগগুলো বাতিল করে দিয়েছে। খবর বিডিনিউজের।

বিচারকরা প্রমাণ পান, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণ করার পর সেখানে ইউক্রেনীয় ভাষা শিক্ষায় সমর্থন দিতে ব্যর্থ হয়ে রাশিয়া একটি বৈষম্যবিরোধী চুক্তি লঙ্ঘন করেছে।