বিশ্ব অ্যাথলেটিক্সের হার্ডেলস ৪৪ জনের মধ্যে ৪২তম বাংলাদেশের রনি

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

জাপানের টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হার্ডেলসের নাজিমুল হাসান রনি। তিনি গতকাল ৪০০ মিটার হার্ডেলসে ৪৪ জনের মধ্যে ৪২তম হয়েছেন। ৪০০ মিটার হার্ডেলসে পাঁচটি হিট হয়েছিল। বাংলাদেশের হার্ডলার রনি ছিলেন পাঁচ নম্বর হিটে। ঐ হিটে নয় জনের মধ্যে তিনি নবম হয়েছেন। তার টাইমিং ছিল ৫২.৪৭ সেকেন্ড।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস বেসবল প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন
পরবর্তী নিবন্ধভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী বলল পিসিবি