বিশ্বে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা : ইউনিসেফ

| শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:৩৯ পূর্বাহ্ণ

একটি শিশুর জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান এখন গাজা। বুধবার এমনটাই বলেছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান ক্যাথেরিন রাসেল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউনিসেফের নির্বাহী পরিচালক রাসেল বলেন, গত ৭ অক্টোবর থেকে গাজায় সংঘাতে ৫ হাজার ৩০০র বেশি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিন এবং ইসরায়েলের সর্বশেষ যুদ্ধের প্রকৃত মূল্য পরিমাপ করা হবে শিশুদের জীবন দিয়ে যারা সহিংসতায় মারা গেছে এবং যাদের জীবন সংঘাতের কারণে চিরতরে পাল্টে গেছে। এখনই যুদ্ধের অবসান এবং পূর্ণ মানবিক ত্রাণ সহায়তা প্রবেশের ব্যবস্থা না করলে দ্রুত মূল্য আরো বেড়ে যাবে। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। খবর বিডিনিউজের।

হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১৪শ মানুষ নিহত হয়। হামাস যোদ্ধারা আরো ২৪২ জনকে জিম্মি করে নিয়ে যায়। ওই দিন থেকে গাজায় তীব্র আকাশ হামলা শুরু করে ইসরায়েল। এখন গাজায় স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তারা গাজাকে অবরুদ্ধ করে ফেলেছে। গত বুধবার ইসরায়েল হামাসের সঙ্গে চার দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে। বিনিময়ে হামাস অন্তত অর্ধশত জিম্মিকে মুক্তি দেবে।

আর ইসরায়েল সে দেশে কারাবন্দি অন্তত ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির সময় গাজায় মানবিক ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়েও উভয়পক্ষ রাজি হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিনিধি দল গাজা পরিদর্শন করে এসেছেন। নিরাপত্তা পরিষদে জাতিসংঘের নারী বিষয়ক নির্বাহী পরিচালক সিমা বাহোস বলেন, গাজার নারীরা আমাদের বলেছে যে তারা শান্তির জন্য প্রার্থনা করে।

কিন্তু যদি শান্তি না আসে তবে তারা ঘুমের মধ্যে, তাদের বাচ্চাদের কোলে নিয়ে দ্রুত মৃত্যুর জন্য প্রার্থনা করছে। পৃথিবীর কোথাও কোনো মায়ের এমন প্রার্থনা আমাদের সকলের জন্য দারুণ লজ্জার। আমাদের সবার এ কারণে লজ্জিত হওয়া উচিত। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান গাজায় বছরের পর বছর ধরে শিশুদের শোষণ করার জন্য হামাসকে দায়ী করেছেন। জাতিসংঘের পপুলেশন ফান্ড থেকে নিরাপত্তা পরিষদে বলা হয়, গাজায় আগামী মাসে প্রায় সাড়ে পাঁচ হাজার নারী সন্তান প্রসব করবেন।

প্রতিদিন গাজায় প্রায় ১৮০ জন নারী ভয়ঙ্কর পরিস্থিতিতে সন্তান প্রসব করছেন। তাদের নবজাতকের ভবিষ্যতও অনিশ্চিত। সেখানে গত ৪৭ দিনে প্রায় সাত হাজার নারী সন্তান প্রসব করেছেন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় আজ থেকে যুদ্ধবিরতি
পরবর্তী নিবন্ধপটিয়ায় ধর্ষণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন