বিশ্বমানবতার মুক্তির দূত, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল (সা.) এর আগমনের মধ্য দিয়ে আরবের অন্ধকারাচ্ছন্নতা, বর্বরতা, পৈশাচিকতা ও পাপ পঙ্কিলতা দূর হয়ে সমাজে সাম্য ও মানবতা প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বশান্তি ও কল্যাণের পথই হল মহানবী (সা.) এর অনুপম শিক্ষা ও সামাজিক সংস্কারের মূল চেতনা। জগতে হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি দূরীভূত হয়ে মানব সমাজে শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মধ্য দিয়ে সর্বক্ষেত্রে মহানবীর (সা.) জীবনাদর্শ বাস্তবায়িত হোক এটাই প্রত্যাশা।
গত সোমবার আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট পরিচালিত ফটিকছড়ি আজাদী বাজার আজিজিয়া হাশেমীয়া নুরীয়া মাদ্রাসার সালানা জলসায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব এবং ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরী। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের সাংসদ সৈয়দ মুহাম্মদ নজিবুল বশর মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান এম কাইয়ুম। আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা মুফতি ইব্রাহীম আলকাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা শাহ আলম নঈমী, আল্লামা কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী প্রমুখ। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী। মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইসমাঈল আলকাদেরী এবং মাওলানা ওমর ফারুক আজমীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু আহমদ সওদাগর। উপস্থিত ছিলেন আল্লামা কাজী মুহাম্মদ ইউনুচ রজভী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আবু ছালেহ আঙ্গুর, কাজী মুহাম্মদ ফোরকান রেজা, মুহাম্মদ আবুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।