বিশ্বে শান্তিময় ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ

মিলাদ মাহফিলে হাসান মাইজভাণ্ডারী

| রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের কেন্দ্রীয় মিলাদ মাহফিল গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। এতে গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (কঃ) প্রপ্রপৌত্র এবং গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মা.) বলেছেন, গাউসুল আজম মাইজভাণ্ডারীর (.) ত্বরিকার আদর্শ, শিক্ষা দর্শন, শান, আজমত এবং বিশ্বজনীনসর্বজনীন যে ইসলাম, এই ইসলাম বিশ্বের কল্যাণের জন্য এসেছে। এই ইসলাম বিশ্বের শান্তি স্থাপনের জন্য, ন্যায়বিচার স্থাপনের জন্য, বিশ্বের প্রতিটি মানব সন্তানের অধিকার নিশ্চিত করার জন্য এসেছে।

যে শিক্ষা আমরা গাউসুল আজমের ত্বরিকার মধ্যে পেয়েছি, সেই শিক্ষা যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারি।

বাংলাদেশের উন্নয়নের সুযোগে এক শ্রেণির সুযোগ সন্ধানী বেপরোয়া দুর্নীতিতে নিমজ্জিত।

তাদেরকে হেদায়েত দান করা, এই অবস্থা থেকে বাংলাদেশকে পরিত্রাণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টাকে কবুল করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান তিনি। এছাড়া বাংলাদেশকে একটি সচ্ছল, শান্তিময়, সংঘাতহীন, মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে কবুল করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেকারত্ব দূর করতে বিশ্ববিদ্যালয়গুলোকে বাস্তবমুখী শিক্ষা দিতে হবে
পরবর্তী নিবন্ধসিনেমা প্যালেস পরিত্যক্ত গার্ডেনে স্বেচ্ছাসেবক লীগ নেতার বৃক্ষরোপণ