করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১১৫ জন। একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫০ হাজার ১৪৯ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬৪ হাজার ৩৯২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন। খবর বাংলানিউজের।
গতকাল সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ২ লাখ ৬ হাজার ৫৫৪ জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮০১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
ব্রাজিল দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে। বিশ্বে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে এ সময়ে ৩৯৩ জন মারা গেছেন। নতুন করে ৭৪ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার ৪৯৪ জনে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৬৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪৪ জন।