বিশ্বে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান বাইডেনের

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:৪২ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সাম্প্রতিক সময়ে স্বৈরাচার বেড়ে যাওয়ার চ্যালেঞ্জের মুখে মানুষের অধিকার এবং স্বাধীনতা সুরক্ষিত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ‘দ্য সামিট ফর ডেমোক্রেসি’ বা গণতন্ত্র সম্মেলনের উদ্বোধনী ভাষণে বাইডেন এই আহ্বান জানান। খবর বিডিনিউজের। শতাধিক দেশের নেতাদের অংশগ্রহণে বিশ্বে এ ধরনের সম্মেলন এটিই প্রথম। বিশ্বজুড়ে গণতন্ত্রের পিছিয়ে পড়া ঠেকানোই ভার্চুয়াল এই সম্মেলনের উদ্দেশ্য। উদ্বোধনী ভাষণে বাইডেন কর্তৃত্ববাদীদের ক্ষমতার বলয় সম্প্রসারণ, প্রভাব খাটানো এবং নিপীড়নের সাফাইয়ের মুখে বিশ্বব্যাপী মানুষের স্বাধীনতার সুরক্ষা হুমকির সম্মুখীন হয়েছে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, আমার দৃষ্টিতে, আমরা আমাদের ইতিহাসের একটি বিবর্তনের বিন্দুতে দাঁড়িয়ে আছি।…আমরা কী অধিকার এবং গণতন্ত্রের পশ্চাৎমুখীতাকে অবাধে চলতে দেব, নাকি আমরা একসঙ্গে মানুষের অগ্রগতি ও স্বাধীনতার অগ্রযাত্রাকে আরও একবার সামনে এগিয়ে নেওয়ার দূরদৃষ্টি এবং সাহস সঞ্চয় করব?…গণতন্ত্র দৈবাৎ আসে না। আমাদেরকে প্রত্যেক প্রজন্মেই এর পুনরুজ্জীবন ঘটাতে হবে। আমার দৃষ্টিতে, এটিই আমাদের সময়ের গুরুতর চ্যালেঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধমেক্সিকোতে ট্রাক উল্টে অর্ধশত অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
পরবর্তী নিবন্ধদাবি আদায় করে ১৫ মাস পর ঘরে ফিরছেন ভারতের কৃষকরা