করোনাভাইরাসের টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে বিশ্ব এখন পর্যন্ত মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৬৬১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ৯৪৩ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ১১৪ জন। খবর বাংলানিউজের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, গতকাল বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৮২১ জন। এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন ১৪ কোটি ৩৮ লাখের বেশি।